জম্মু-কাশ্মীরে ৪ সন্ত্রাসীকে হত্যার দাবি ভারতীয় বাহিনীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার জঙ্গি নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের পর আজ মঙ্গলবার (১৮ জুলাই) পুঞ্চের সুরনকোট এলাকার সিন্দারাহে বন্দুকযুদ্ধ শুরু হয়।
এই বছরের জানুয়ারি থেকে রাজৌরি ও পুঞ্চে একাধিক হামলার ঘটনা ঘটে। এই হামলাগুলোর পর এই এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এটিই প্রথম বড় সফল অভিযান।
এর আগে সোমবার, নিরাপত্তা বাহিনী দুই সন্ত্রাসীকে হত্যা করে এবং জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে। কর্মকর্তারা জানান, সন্ত্রাসীদের কাছ থেকে  ম্যাগাজিনসহ একটি এ্যাকে-৭৪ রাইফেল, ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.