জমে উঠছে ঝিনাইদহের কোটচাঁদপুরের উপজেলা পরিষদ নির্বাচন

ঝিনাইদহ প্রতিনিধি: কোটচাঁদপুর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রার্থীরা সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। বেলা ১২টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, এরপর বেলা সাড়ে ৩ টার দিকে বিএনপ ‘র দলীয় প্রার্থী হিসাবে নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও সাংবাদিক খায়রুল হোসেন সাথী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন (আ.লীগ সমর্থিত), নিমাই চন্দ্র দে (আ.লীগ সমর্থিত), শরিফুল ইসলাম (আ.লীগ সমর্থিত),আব্দুল করিম (আ.লীগ সমর্থিত), সাংবাদিক কামাল হাওলাদার, (আ.লীগ সমর্থিত), মীর কাসেম আলী (আ.লীগ সমর্থিত), রেজাউল ইসলাম (আ.লীগ সমর্থিত), রোস্তম কবীর (বিএনপি সমর্থিত), ইকরামুল হক (বিএনপি সমর্থিত) ও কেএম আশরাফুজ্জামান মুকুল (বিএনপি সমর্থিত) মনোনয়নপত্র দাখিল করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে রুবিনা খাতুন (আ.লীগ সমর্থিত), নাসিমা ইসলাম (বিএনপি সমর্থিত) ও পিংকী খাতুন (আ.লীগ সমর্থিত) মনোনয়নপত্র দাখিল করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.