জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে কৃষক আফছার কারিকর। আজ শুক্রবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া কৃষকের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কৃষক আফছার হোসেন বলেন, দড়িবামন গাড়া গ্রামে তিনি ছেলে মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। প্রতিবেশী মৃত-ময়েজ কারিকরের ছেলে আজাহার কারিকর ও আজাহার কারিকরের ছেলে আতিকুর রহমান সার্বক্ষনিক তাদের বসত বাড়ির সীমানা নিয়ে অশান্তি সৃষ্টি করে। ওই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রধানগনের উপস্থিতিতে বসত বাড়ির ভিটার সিমানা নির্ধারণ করা হয়।
কিন্তু শালিশী বৈঠক অমান্য করে তারা বিভিন্ন ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং জোড় পুর্বক ঘর নির্মাণ করেছে। বার বার আমাদের জায়গা থেকে তাদেরকে ঘর সরিয়ে নিতে বললে তারা বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আমাদের।
কৃষকের ছেলে রহিজ উদ্দিন জানান, দড়িবামন গাড়া গ্রামের ৩৮নং খতিয়ানে ৪৫৯, ৪৬০, ৪৬১ দাগে আমাদের বাড়ি। কিন্তু প্রতিবেশিরা জোড়পুর্বক আমাদের জায়গায় ঘর নির্মাণ করেছে। শালিশী বৈঠকে রায় আমাদের পক্ষে হলেও তারা জোড়পুর্বক জায়গা দখল করে রেখেছে। আমরা আমাদের জমি যে ফিরিয়ে পাই তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বিটিসি নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.