জবাদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে-পলক


নাটোর প্রতিনিধি: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইন শৃংখলা ও সুশাসন নিশ্চিত করতে হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মীয় নৈতিকতা, বিবেক ও মূল্যবোধ জাগ্রত করতে হবে।

তাহলে অপরাধ প্রবণতা কমবে।  আজ বুধবার সকালে নাটোরের সিংড়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী পলক। তিনি জঙ্গীবাদ, গুজব রোধে প্রচারনা এবং ডেঙ্গু রোধে করণীয় সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.