‘জনগণের মঙ্গলের জন্য ঢাকা-দিল্লি একসঙ্গে কাজ করবে’

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বৈশ্বিক চ্যালেঞ্জ, যেমন- কোভিড বা ইউরোপ সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়—আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশ তাদের জনগণের মঙ্গল, শান্তি ও উন্নতির জন্য একসঙ্গে কাজ করবে।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে জানিয়ে মন্ত্রী সব ধরনের বাণিজ্য বাধা দূর করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ভারতে প্রতিবছর প্রচুর বাংলাদেশি পর্যটক ভ্রমণ করে। আবার বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক ভারতীয় কাজ করেন।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.