ছেউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব আজ শুরু

 

কুষ্টিয়া প্রতিনিধি: আজ মঙ্গোলবার বাউল সম্রাট লালন সাঁইয়ের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায়  শুরু হচ্ছে লালন সাঁইয়ের স্মরণোৎসব। এ উপলক্ষে ছেঁউড়িয়ার মরাকালি নদীর তীরে লালন আখড়ায় বসেছে সাধু সম্মিলন ও তিন দিনের গ্রামীণ মেলা।

প্রতিবছর এই সময়টায় বাউল সাধকদের মিলনমেলায় পরিণত হয় কুষ্টিয়ার ছেউড়িয়া। বাউল সম্রাট লালন সাঁইজির তিরোধান দিবসে তাঁর স্মরণোৎসবকে কেন্দ্র করে মরা কালি নদীর তীর বাউল গানের অনুশীলন আর চর্চায় হয়ে ওঠে জমজমাট।

উৎসবের জন্য প্রস্তুত লালন আখড়া। বসেছে বাউল-ফকিরদের আসর। নদীর তীর ঘেঁষে শুরু হয়েছে মেলা।

স্মরণোৎসবকে কেন্দ্র করে লালন আখড়ায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবারও উৎসব চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.