ছাত্রলীগের ইমেজ সংকটই নতুন নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ

ঢাকা প্রতিনিধি: ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন করেছেন। 

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মধুর ক্যান্টিনের এই সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ইমেজ সংকট দূর করতে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

তারা বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাব, যুগোপযোগী করে গড়ে তুলব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে। তার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে ছাত্রলীগ। ছাত্রলীগ কোন অন্যায়কে প্রশ্রয় দেবে না।

সবাইকে ছাত্রলীগের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান নতুন নেতৃত্ব। এসময় তারা চলমান সংকটের কথা তুলে ধরেন।

এর আগে গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের নতুন নেতৃত্বের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী  ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.