ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় অবৈধ মালামালসহ আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের মহেশপুরের খালিশপুরস্থ ৫৮ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মালামালসহ ৫ ভারতীয়কে গতকাল শনিবার বিকেলে আটক করা হয়।

বিজিবি জানান,  গতকাল শনিবার বিকালে ৫৮ বিজিবির টহল দল দর্শনা হতে ঢাকাগামী পূর্বাশা পরিবহন তল্লাশি করে ১৬টি ব্যাগ থেকে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল আটক করে। আটক মালামালের মধ্যে ভারতীয় উন্নতমানের কাতান, বেনারশী শাড়ি, শেরোয়ানী, লেহেঙ্গা, শাল, ওড়না, থ্রি পিচ, বিছানার চাঁদর, শার্ট পিচ, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল রয়েছে।

পরে এ সব মালামাল দাবি করলে ৫ ভারতীয়কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশী ৬ হাজার ৬শ ৮০ টাকা এবং ভারতীয় ২ হাজার ৬শ ৪২ রুপি, পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বিটিসি নিউজকে জানান, ঢাকার গাউছিয়া মার্কেটের এক ব্যবসায়ীর সঙ্গে আটকদের অবৈধ ব্যবসা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.