ছন্দে ফিরলেন সালাহ, জয় পেল লিভারপুল

বিটিসি স্পোর্টস ডেস্ক: জিততে ভুলে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল লিভারপুল। টানা ৪০ দিন জয়ের দেখা পায়নি দলটি। ছন্দে ছিলেন না দলের তারকা মোহামেদ সালাহ।
‘মরুর ঈগলের’ জোড়া গোলে ওয়েস্টহ্যামের বিপক্ষে জয় পেল লিভারপুল। গতকাল রবিবার (৩১ জানুয়ারী) রাতে ঘরের মাঠে অলরেডদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে ওয়েস্টহ্যাম।
সালাহর জোড়া গোল ছাড়াও লিভারপুলের পক্ষে একটি গোল করেছেন জর্জিনিও উইজনাল্ডুম।  জবাবে ওয়েস্টহ্যামের পক্ষে একমাত্র গোল শোধ করেন ক্রেইগ ডাওসন।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পাননি অলরেডরা। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের সময় প্রথম গোল করেন সালাহ। এর ১১ মিনিট পর তিনিই ব্যবধান দ্বিগুণ করেন।
৮৪ মিনিটের দলের তৃতীয় গোলটি করেন জর্জিনিও উইজনাল্ডুম। ৩-০ স্কোরলাইনেই খেলা শেষ করবে ইর্য়ুগ্লেন ক্লপের শিষ্যরা এমনটিই ধারণা করছিলেন লিভারপুল সমর্থকরা। কিন্তু ৮৭ মিনিটে ওয়েস্টহ্যামের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রেইগ ডাওসন।
ফলে রেফারির শেষ বাঁশিতে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়েই খেলা শেষ করে সালাহর দল।
এ জয়ের পর ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.