চীনে বাড়ছে করোনা, স্থগিত এশিয়ান গেমস

বিটিসি স্পোর্টস ডেস্ক: চীনে ফের বাড়তে শুরু করেছে নভেল করোনাভাইরাসের প্রকোপ। যার কারণে স্থগিত হয়ে গেল চীনের হুয়াংঝু শহরে হতে যাওয়া এশিয়ান গেমসের ১৯তম আসর।
আগামী সেপ্টেম্বরে হুয়াংঝু শহরেই হওযার কথা ছিল এশিয়ান গেমস হওয়ার এবারের আসর। কিন্তু দেশটিতে ফের করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন হতে শুরু করেছে বিভিন্ন শহর। এই পরিস্থিতি যথাসময়ে হচ্ছে না এশিয়ান গেমস।
চায়না ডেইলির প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার এশিয়ান গেমস স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছে দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। তবে নতুন করে ফের কবে মাঠে গড়াবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে বলা হয়,‘অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ঘোষণা করছে যে, ২০২২ সালের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হুয়াংঝু শহরে নির্ধারিত এমিয়ান গেমস স্থগিত হতে যাচ্ছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.