চীনকে ‘ঠেকাতে’ তাইওয়ান’র ক্ষেপণাস্ত্র মোতায়েন

(চীনকে ‘ঠেকাতে’ তাইওয়ান’র ক্ষেপণাস্ত্র মোতায়েন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনকে দমাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তাইওয়ান। তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে চীনের আটটি যুদ্ধ বিমান প্রবেশ করার পর দেশটি এই পদক্ষেপ নিলো। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এদিকে এরই মধ্যে তাইওয়ান নতুন প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে।
গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের চারটি জে-১৬এস, চারটি জেএইচ-৭এস ছাড়াও একটি ইলেক্ট্রনিক যুদ্ধবিমান তাইওয়ান নিয়ন্ত্রিত প্রতাস দ্বীপের কাছ দিয়ে উড়ে যায়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তাইওয়ান তড়িঘড়ি করে রেডিও সতর্কতা জারী করে এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় কার্যকলাপ তদারক করতে।
সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ। এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ। যেটি ভবিষ্যতে কোন একদিন চীনের সঙ্গে বিলুপ্ত হবে। (সূত্র: আল জাজিরা-বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.