চিনি শিল্প রক্ষার্থে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশন এর যৌথ সিন্ধান্ত মোতাবেক চিনি শিল্প রক্ষার্থে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসন ভবনের সামনে শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় সুগার মিলস্ প্রাঙ্গণ “দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর” স্লোগানে মূখরিত হয়ে উঠে।
সভায় নর্থ বেঙ্গল সুগার শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওছারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চচলনায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার রায়, শ্রমিক কর্মচারীরা ইউনিয়নের সহ- সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, সাংগঠনিক আব্দুল মমিন, সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক স্বপন পাল, আওলাদ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা চিনি শিল্প বন্ধের পায়তারা বন্ধ করে অতিদ্রুত মিল চালুসহ শ্রমিক-কর্মচারীর ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোর) প্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.