চিতলমারী সেনাবাহিনীর সাবান ও মাস্ক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে করোনার বিস্তার রোধে পথচারিদের মাস্ক ও সাবান বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিনা প্রয়োজনে বাজার-ঘাটে ঘোরা-ফেরা করার বিষয়ে জনসাধরণকে নিরুৎসাহিত করা হয়।

গতকাল শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর দুই প্লাটুণ সদস্য চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা পথচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মাস্ক ও সাবান তুলে দেন। একই সাথে মাইকিং করে সকলকে ঘরে থাকার আহ্বান জানান।

এ ব্যাপারে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ ইয়াহিয়া ভূইয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তারা মহামারি করোনা প্রতিরোধে প্রাথমিক ভাবে জনসাধরণকে মাইকিংসহ নানা ভাবে সচেতন করা চেষ্টা করছেন। এতে জনসাধারণ সচেতন না হয়ে অপ্রয়োজনে ঘোরা-ফেরা করলে সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনে কঠোর হতে বাধ্য হবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.