চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত  হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। জানাগেছে, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন।
স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, ৩৯ তম ব্যাচের ওই চিকিৎসক গত ২৫ মার্চ ঢাকায় তার নিজ বাড়িতে ছুটিতে যান। ছুটি থেকে ফিরে গত ৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর জ্বর, সর্দি, ও কাশি আক্রান্ত  হলে গত ৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে নমুনা পাঠানো হয়।
নীলফামারী সিভিল সার্জন রনজিত কুমার বর্মন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ১৯ জন রোগী, আবাসিকে অবস্থানরত চিকিৎসক-নার্স, কর্মচারীদের পরিবারের সব সদস্যকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছেন তাদের সনাক্ত করার কাজ চলছে বলেও জানান সিভিল সার্জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.