চালক মোবাইলে খেলা দেখায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দাবি রেলমন্ত্রীর

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চালক ও তার সহকারী মোবাইল ফোনে ক্রিকেট খেলা দেখার কারণে গতবছর ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গতকাল শনিবার ইন্ডিয়ান রেলওয়েজের নেওয়া নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলার সময় তিনি এই দাবি করেন।
২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের হাওড়া-চেন্নাই রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা বিশাখাপত্তনম ট্রেনের পেছনে ধাক্কা দেয় রায়গড় এক্সপ্রেস ট্রেনটি। এতে ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি ৫০ জন আহত হন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটেছে কারণ লোকো পাইলট এবং কো পাইলট দুজনের মনোযোগই ছিল ক্রিকেট ম্যাচে। আমরা এমন সিস্টেম প্রয়োগ করছি যাতে মনোযোগ নষ্ট হয় এমন সব ব্যাপার ধরা পড়ে এবং পাইলট ও অ্যাসিস্টেন্ট পাইলট সবসময় ট্রেন চালানোর ব্যাপারে মনোযোগী থাকে।
এই দুর্ঘটনার পর হওয়া তদন্তের পুরোটা এখনো প্রকাশ করা হয়নি। তবে এক প্রাথমিক তদন্তে ওই দুই চালককেই দায়ী করা হয়। দুজনই ওই দুর্ঘটনায় নিহত হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.