চার উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: টস হেরে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান এবং ফিল সল্ট। তবে প্রথম দশ ওভার হওয়ার আগেই চার উকেট হারিয়ে চাপে পড়েছে ইংল্যান্ড।
ইংলিশ দুই ওপেনারকে বেশি দূর এগোতে দেননি তাসকিন আহমেদ। ডেভিড মালানকে ৫ রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানলেন এই পেসার। এরপরেই সাকিবের বলে আউট হন সল্ট। ঠিক এর পরপরই হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বাটলার। এরপর মিরাজের বলে ক্যাচ আউট হন মঈন আলী।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। মিরপুরে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন। তার পরিবর্তে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তাই আজ মিরপুরে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে সাকিবের দল।
বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.