চামড়া ব্যবসায় সিন্ডিকেট ভেঙ্গে মুক্তবাজার অর্থনীতি গড়তে হবে : ইউএনও-আদমদীঘি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ আসন্ন ঈদুল আযহায় সরকারের নির্ধারিত মূল্যে কোরবানির পশুর চামড়া কেনাবেচা ও যত্রতত্র ময়লা না ছড়ানোর আহবান জানিয়ে বলেছেন, দু:স্থ্যদের অধিকার বঞ্চিত করে এই উপজেলায় চামড়া ব্যবসা সিন্ডিকেট করা যাবেনা।

চামড়া ব্যবসার সিন্ডিকেট ভেঙ্গে মুক্তবাজার অর্থনীতি গড়তে হবে। এই শিল্পকে বাঁচাতে সরকারি ভাবে সকল সহযোগীতা করা হবে।

তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় তার অফিস কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে কোরবানির পশুর চামড়া কেনাবেচা সংক্রান্ত চামড়া ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এসময় উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: মাহবুবুর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, চামড়া ব্যবসায়ী বেলাল হোসেন, তোফা, জামাত আলী, মজিবর রহমান প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.