চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চঁপিাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ হোসেন আলী (৪২)।

মামলার বিবরণ ও এপিপি আঞ্জুমান আরা সুত্র জানায়, ২০১৭ সালের ১৯ আগস্ট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার হোসেন আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইন ও ১১ হাজার ৮’শ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে ২ জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সিরাজুল ইসলাম ২০১৭ সালের ২৪ নভেম্বর হোসেন আলীকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদী শেষে আজ বুধবার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.