চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের আয়োজনে সুধীজনদের সাথে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের আয়োজনে সুধীজনদের সাথে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে।

আজ বুধবার বিকেলে শহরের শিক্ষাবিদ, সাহিত্যিক, বিতর্কিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজমল হোসেন। ‘তারণ্যের বিজয়, মানবতার সেবাই’ শ্লোগানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. মোশফিকুর রহমান, প্রধান সমন্বয়ক ডা. মো. মাহফুজ রহমান, গম্ভীরা নাতি ফাইজার রহমান মানিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক, বিতর্কিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন এর উদ্যোগে জেলায় গুজব প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রনসহ বিভিন্ন তথ্য প্রদানে কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.