চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের দোয়া ও ইফতার

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ব্রি. জেনারেল (অব.) মো. এনামুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল, সাবেক এমপি জিয়াউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল রাশেদ আলী, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ কমান্ডার স্কোয়াডান সাইদ আবদুল্লাহ আল মুরাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন।

এছাড়া ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, এন.এস.আই’র উপ-পরিচালক আলহাজ্ব শামসুজ্জোহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মার্জিনা হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, ‘দৈনিক চাঁপাইনবাবগঞ্জ দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, আলহাজ্ব আকবর হোসেন, শফিকুল আলম ভোতা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, এ্যাড. এফ. কে লুৎফর রহমান ফিরোজ, জেল সুপার শফিকুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সগকারি পরিচালক আলমগীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার (রুমি), মুসফিকুর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, জেলা কালাচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, মনিম উদ দৌলা চৌধুরী, আব্দুল হান্নান মাস্টার, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা। রোজার ফজিলত নিয়ে আলোচনা করেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। শেষে দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.