চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রথম সি.আর মেশিনে অপারেশন শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সি.আর মেশিন দারা হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশন শুরু হয়েছে। যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারী ডা. মো. ইসমাইল হোসেন জানান, সি.আর মেশিন দারা হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশন করা হয়। হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশন করতে হলে একটি মেশিন লাগে। মেশিন ছাড়া এ অপারেশন করা যায় না। জয়েন্টে স্ক্রুটা কোনদিকে যাচ্ছে এ ডিরেকশনটা সিআর মেশিন দিয়ে দেখতে হয়।
তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের কোন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল বা ক্লিনিকে এ মেশিন ছিলনা। আমরাই আজ প্রথম সিআর মেশিন দারা অপারেশন সফলভাবে সম্পন্ন করলাম। আর ঢাকা রাজশাহী নয়, এখন থেকে সদর হাসপাতালে এ চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি জানান, এ সেবা সকল ধরনের রোগীরা পাবেন।
তবে হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশনে বেশি কার্যকর সিআর মেশিন। এক লাখ টাকার মধ্যে চিকিৎসা সেবীরা এ মেশিন দিয়ে অপারেশন করাতে পারবে।
সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. মো. মোমিনুল ইসলাম জানান, সিআর মেশিন হাসপাতালে বেশ কয়েকবছর ধরে থাকলেও অপারেটর না থাকায় এর দারা অপারেশন করা সম্ভব হচ্ছিল না।
তবে আজ মেশিনটির কোম্পানির প্রকৌশলী এসে অপারেটিং করেন। ডা. ইসমাইল হোসেনসহ মেডিকেল টিম প্রথম অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। এখন থেকে নিয়মিতভাবে সদর হাসপাতালে সিআর মেশিন দারা অপারেশন করা হবে। আজ বুধবার (২০ জানুয়ারী) সকালে হওয়া অপারেশনে সহায়তা করেন, এনেসথেসিয়া কনসালটেন্ট ডা. মো. শওকত মোল্লা, অপারেশন থিয়েটার ইনচার্জ মৌসুমি, এসিস্ট্যান্ট আবু সাঈদ, ওয়ার্ড বয় নুরুন্নবী, ধীরেনসহ অন্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.