চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পৃথক অভিযানে জেলার মনাকষা সীমান্তের জগন্নাথপুর থেকে ৯০৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৭ নভেম্বর আনুমানিক বিকেল ৪টার চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’এর অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭১ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
এছাড়া, ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭৪ হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯০৫ পিস ভারতীয় ইয়াবা আটক করতে সক্ষম হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.