চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১’শ ১৬জনকে ৩ হাজার টাকা করে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ অন্যরা। শেষে হতদরিদ্রদের মাঝে নগদ ৩ হাজা টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.