চাঁপাইনবাবগঞ্জে আম উৎসব বিষয়ে প্রস্তুতি সভা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আম উৎসব আয়োজনের জন্য প্রস্তুতিমূলক সভা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী, ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন, এন.এস.আই’র উপ-পরিচালক আলহাজ্ব মোঃ শামসুজ্জোহা, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মো. রহমতুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, বাংলাদের অনলাইন সাংবাদিক কল্যান সংস্থা (বসকো)’র সভাপতি মোঃ আকতারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল কালাম,

বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুর হুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি অফিসের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

চলতি আম মৌসুমে আম উৎসব উদযাপনে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বারঘরিয়া ব্রীজ চত্বরের দৃষ্টিনন্দন পার্কে এই আম উৎসবের আয়োজন করা হবে বলে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন চেনা ও হারিয়ে যাওয়া আম নিয়ে আয়োজিত জেলার আম উৎসবকে প্রাণবন্ত ও দেশী-বিদেশী পর্যটকদের সকল প্রয়োজনীয় সুবিধা দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.