চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৮

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নয়াগোলা থেকে ১০ কেজি গাঁজাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা পুরাতন কাউন্সিলের পাশের রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), চাঁপাই-পলশার রুকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গার আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম (২৬), আজাইপুরের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে আলিউল ইসলাম (৪৫), পলশার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫) ও নাচোল উপজেলার পাহাড়পুর মমিন মোড়ের লদু আলীর ছেলে আলম (২২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম-সেবা এর সার্বিক নির্দেশনায় এসআই আজিম আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স একটি মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম একজন প্রতিবন্ধী। তাকে মাদক ক্রয়-বিক্রয় ও চলাফেরা করার জন্য আরেক আসামী আহাদ আলী সার্বক্ষনিক সহায়তা করে। আসামী মনিরুল শারীরিক প্রতিবন্ধীকতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে এবং নিজেও বিক্রি করে আসছিল। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.