চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ১ কোটি সাড়ে ১৯ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ আটক-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা শুকনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি সাড়ে ১৯ লক্ষ টাকার হোরাইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আজ রবিবার দুপুরে এই অভিযানে আটক হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মহসীন আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আফসার আলী (৩৫)।

আজ রবিবার বেলা ৩টার দিকে র‌্যাবের পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে আজ রবিবার (৫জুলাই) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামস্থ সুন্দরপুর বাগডাঙ্গা শুকনাপাড়ার একটি আমবাগানের সামনে অভিযান চালানো হয়।

এসময় ১ কেজি ১৯৫ গ্রাম হেরাইন, মোবাইল সেট ও ১ হাজার নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ আফসার আলী কে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী আফসার আলী দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। অন্যদিকে, গতকাল শনিবার বিকেলে এক অভিযানে পৌনে ৫ কেজি গাঁজাসহ আটক হয় জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগরের মৃত আলহাজ¦ দিলজান আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৪৫)।

র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আড্ডা-রহনপুর রাস্তার রহনপুর ইউনিয়নের মিশন মোড় এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালায়।

এসময় ৪.৭ কেজি গাঁজা, মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সাইফুল দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.