চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ আটক-২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হচ্ছে, গোদাগাড়ী উপজেলার পিরিজপুর লাইনপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল হক (৪৩) ও একই এলাকার মৃত মারতাজের ছেলে কালু শেখ (৩২)।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ীর মাঠিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামে একটি বাড়ির সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আজিজুল হক ও কালু শেখকে হাতেনাতে আটক করে। এসময় মোবাইলসহ নগদ ৭ হাজার টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.