চাঁপাইনবাবগঞ্জে নব নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়কের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা সার্কিট হাউজ সংলগ্ন নব-নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে বাংলার এই বীরশ্রেষ্ঠের নামে রাস্তার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
জেলা প্রশাসকের আন্তরিক চেষ্টায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাস্তবায়নে নির্মাণ হওয়া এই সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, পৌর কাউন্সিলর মো. আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, এনামুল হকসহ অন্যরা।
এসময় সকল বীরশ্রেষ্ঠ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের রুহের মাগফেরাত কামনা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.