চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন স্মরণে সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সদ্য প্রয়াত স্থপতি রবিউল হুসাইন ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন তারিক আলীর স্মরণে সভা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে সদর উপজেলার শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে জেলার মুক্তিযুদ্ধ জাদুঘরের নেটওয়ার্ক শিক্ষকবৃন্দ।
ভার্চুয়াল আলোচনায় যোগ দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক। স্মরণ সভায় বক্তব্য রাখেন, এ্যাড. বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সনাকের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম রেজা, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল আলম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এতাহার আলী, সহকারী শিক্ষক মোঃ মোস্তাক হোসেনসহ অন্যরা।
স্মরণ সভায় প্রয়াত দুই গুণী ব্যক্তির আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলার মুক্তিযুদ্ধ জাদুঘরের নেটওয়ার্ক শিক্ষক গোলাম ফারুক মিথুন ও মোস্তাক হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.