চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিদপ্তরের তিন ব্যবসায়ীকে জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে তিন দোকান মালিককে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।
গতকাল সোমবার দুপুরে রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন দোকানদারকে ৯ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
জানা যায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম রহনপুর পৌরসভার নুনগোলা বাস টার্মিনাল এলাকার আমিরুল ট্রেডার্সকে ২ হাজার টাকা, রুহুল আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মোহম্মদিয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করায় ২ হোটেলকে ৭ হাজার টাকা এবং মুল্য তালিকা না থাকায় ১ মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় জেলা স্যানিটারি অফিসার কোবাদ আলী, গোমস্তাপুর উপজেলা স্যানিটারি অফিসার রেবেকো খাতুন এবং রহনপুর তদন্ত কেন্দ্রের একটি টিম উপস্থিত ছিলেন। জেলায় এ ধরনের অভিযান চলবে বলে জানান জহিরুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.