চাঁপাইনবাবগঞ্জে ভূয়া এনএসআই আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ভূয়া এনএসআই কে আটক করেছে জেলার এনএসআই সদস্যরা। আজ রবিবার শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে ওই ভূয়া এনএসআইকে আটক করে দেশের বিশেষ গোয়েন্দা বিভাগের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চাঁপাইনবাবগঞ্জ শাখা।

আটককৃত ভূয়া এনএসআই হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন (২৫)।

এনএসআই’র উপ-পরিচালক মো. মোরশেদ আলম জানান, এনএসআই’র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটককৃৃত জয়নুল আজ রবিবার (০৫ জুলাই) বেলা ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে অর্থ দাবী করে।

এ সময় কৌশলে পৌর মেয়র কারিবুল হক রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দিলে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই’র জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ঐ ভুয়া এনএসআইকে আটক করেন।

পরে বেলা ৩টার দিকে এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে আটককৃত ব্যাক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

আজ রবিবার বিকেলে এনএসআই’র উপ-পরিচালক মো. মোরশেদ আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটক ভূয়া এনএসআই জয়নুল আবেদীন বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগের কথা বলে প্রতারণা করে আসছে।

তিনি বলেন, তাঁর যখন যেভাবে সুবিধা হয়, তখন সে বিভাগের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে।

আজ রবিবার সে এনএসআই’র ভূয়া পরিচয়পত্র তৈরী করে এনএসআই নামে শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজীর সময় তাকে আটক করে জেলার এনএসআই’র কর্মকর্তা।

ভূয়া এনএসআই জয়নুল আবেদীনকে শিবগঞ্জ থানার সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.