চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের মত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে “প্লাস্টিক দূষণ বন্ধ করি” শ্লোগানে র‌্যালী বের হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ, সিভিল সার্জন সায়ফুল ইসলাম মোহম্মদ খায়রুল আতাতুর্ক, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ দৌলা চৌধুরী, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এনামুল হক তুফান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, নামো শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রোকসানা আহমদ, বেসরকারী স্বেচ্ছাসেবক সংগঠন “সবুজ বাংলাদেশ” এর প্রতিনিধি মাসুম বিল্লাহসহ অন্যরা।

“প্লাস্টিকের পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি” শ্লোগানে র‌্যালি ও আলোচনা সভায় পরিবেশ দুষনের উপর ব্যাপক আলোচনা হয় এবং পরিবেশ দূষনরোধে জন সচেনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.