চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে সহস্রাধিক দরিদ্রের চিকিৎসা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি জেলার দরিদ্র অসহায় মানুষদের চোখের আলো ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল। এই উপলক্ষে চক্ষু হাসপাতাল চত্বরে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম।

অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম।

উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি সাংগঠনিক সম্পাদক মেজর অব. মো. আমিনুল ইসলাম, বৃহত্তর রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ডা. মো. গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, ইঞ্জিনিয়ার মো. ইকবালসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আনোয়ারুল হক আনোয়ার।

বিনামূল্যে চক্ষু শিবিরে জেলার প্রায় ১ হাজার রোগীর চিকিৎসা, ঔষধ ও ছানি অপারেশনের ব্যবস্থা নেয়া হয়।

উল্লেখ্য, গত বছর ৯’শ ৫৬ জনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.