চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-৩

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাঁশ পট্টিতে শনিবার সকালে পাউয়ার টিলারের ধাক্কায় এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি তে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইরুল ইসলাম নামের এক যুবক এর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলায় পৃথকস্থানে ২জনের মৃত্যু হয়। নিহত ভিক্ষুক মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২) এবং বিদ্যুৎ স্পৃষ্টে নিহত সাইরুল ইসলাম (১৯) জেলার শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের প্রথম চককীত্তি গ্রামের কাদেল হোসেনের ছেলে।
এছাড়াও শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মহারাজপুর গ্রামের ডালিমের ছেে মোঃ পলাশ (২৬) মারা যায়। ঐ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, শনিবার ৯টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কানসাট বাঁশ পট্টিতে পাউয়ার টিলারের ধাক্কায় এক ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের চককীর্ত্তি তে নিজ বাড়িতে বিদ্যুৎ এর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইরুল ইসলাম নামের এক যুবক মারা যায়। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ভ্যান আরোহী ভিক্ষা বৃত্তির উদ্দেশ্যে সোনামসজিদ যাওয়ার পথে একটি পাওয়ার টিলার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হয় লালবানু। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লালবানু কে মৃত ঘোষণা করে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের চককীর্ত্তি তে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছে বলেও জানান। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া জানান, শনিবার সকালে সাইরুল তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসেন। এসময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ডে শুক্রবার রাত সাড়ে ৯টার সময় সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ট্রাক মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড এলাকায় মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সদর থানার মহারাজপুর গ্রামের ডালিমের ছেলে পলাশ মৃত ঘোষণা করেন। অপরজন কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের একরাম মিয়ার ছেলে শিমুল (২৮) কে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন রাত ১০ টার দিকে এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মুশফিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পলাশ হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.