চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে এবং অটোর ধাক্কায় ২ জনের মুত্যু

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বনলতা ট্রেনে কাটা পড়ে শ্রী তীর্থ কোল (৩১) নামে এক আদিবাসী কৃষক এবং ব্যাটারি চালিত অটোর ধাক্কায় আব্দুর রাকিব (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র এবং স্টেশন মাস্টার জানায়, সোমবার (১৬ মে) ভোর ৬ টায় চাঁপাইনবাবঞ্জ থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজশাহী রেলপথের বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় শ্রী তীর্থ কোল (৩১) নামে এক আদিবাসী কৃষক এর মৃত্যু হয়।
তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের শ্রী মহাদেব কোলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ ট্রেনে কাটাপড়ে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশের, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রেন দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সার্কিট হাউজ মোড়ে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় আব্দুর রাকিব (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর এলাকায় মৃত মোন্তাজ আলীর ছেলে।
হতাহতের ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, দুপুর দেড়টায় সার্কিট হাউজ মোড়ে রাস্তা পারাপারের সময় অটো গাড়ির ধাক্কা দেয় আব্দুর রাকিবকে। রাস্তায় উপর পড়ে গুরুতর জখম হলে
স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রকিবকে মৃত ঘোষণা করেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.