চাঁপাইনবাবগঞ্জে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের স্বানামধন্য বিদ্যাপিঠ গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ হওয়া একতলা ভবনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

জেলা প্রশাসক ও গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ জেড এম নূরুল হক এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহ্মদ।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আসিফ আহমেদ, এনডিসি মো. আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জহুরুল হক, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, এপিপি এ্যাড. আঞ্জুমান য়ারা, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌফিকুল আলম, গৌরি চন্দ সিতুসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ১১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা দেয়া হয়। এর মধ্যে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৩ জন, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২১ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৯জন। এছাড়া বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়া কৃতি শিক্ষার্থীর হাতেও পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধান অতিথি বলেন, ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশনা দেয়া হয়েছে, কোচিং চলবে না, কোন শিক্ষক প্রাইভেট বা কোচিং এ অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদের কোচিং করা বাদ দিয়ে নিজেরা মনোযোগি হওয়া এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় ভাল ফলাফল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তারা শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বক্তারা বলেন, শুধু পুথিগত বিদ্যা অর্জন করলেই হবেনা, পারিপার্শিক শিক্ষাও গ্রহণ করে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহবান জানান। প্রধান অতিথি গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.