চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র হাতে ফেন্সিডিলসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গাংগারামপুর বেইলী ব্রীজ ও ডিএমসি এলাকায় চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবির সদস্যদের হাতে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক হয়েছে ৩ চোরাকারবারী।

গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে মনাকষা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ১’শ ৮৯ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আদিনা চমচমা গ্রামের বাদু আলীর ছেলে মোঃ মাতেম আলী (২১), একই উপজেলার বিনোদপুর রাহমতউল্লাহ গ্রামের বিষু আলীর ছেলে মোঃ শিমুল (১৮) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারীনগর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ আলী আহাদ (২৫)।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার পিএসসির পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, ১৩ ফেব্রুয়ারি বুধবার আনুমানিক রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধীনস্থ স্পেশাল টাস্কফোর্স দল-১ (চিতা) মনাকষা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৭/৯ এস হতে আনুমানিক ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাংগারামপুর বেইলী ব্রীজ এর উপর বিশেষ অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার মোঃ মাতেম আলী এবং মোঃ শিমুল নামের ২ চোরাকারবারীকে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার ৬’শ টাকা। আটককৃত চোরাকারবারীদের ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া ১৩ ফেব্রুয়ারি আনুমানিক ৬টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ডিএমসি বিওপির একটি টহলদল হাবিলদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪১/২ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বারীনগর মাঠ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোঃ আলী আহাদ চোরাকারবারীকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার) টাকা। এসময় চোরাকারবারীর সাথে থাকা অপর ১ জন চোরাকারবারী গোদাগাড়ীর বারীনগর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ জালাম মিয়া (৩৫) বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত চোরাকারবারীকে ফেন্সিডিলসহ গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.