চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কৃষি সমৃদ্ধির উৎকর্ষে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ” শ্লোগানে কৃষিবিদ দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শেষে আলোচনা সভা হয়। সভায় প্রয়াত কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের জেলা সভাপতি ও কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ মোঃ মোরশেদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিমুল এহসান, কল্যাণপুর হর্টিকালচারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেন, কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ সোহেলসহ অন্যরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল।

শেষে, কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.