চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমন ১৩.২% \ মোট মৃত্যু ৮২ জন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ বুধবার (রাত ১২টায়) শেষ হচ্ছে কঠোর বিধি নিষেধ এর মেয়াদ। গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৮২ জনের। যদিও জেলায় কঠোর বিধি নিষেধ নেমে চলার বিষয়টি আমলে নেইনি জেলার ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ। ছিলোনা প্রশাসনিক তৎপরতাও। কঠোর লকডাউনের পর জেলার করোনা সংক্রমন নিম্নমুখি হলেও কমেনি মৃত্যু হার।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই মৃত্যু হচ্ছে করোনায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের। এনিয়ে জেলার সচেতন মানুষ অনেকটায় শংকিত। বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ বলছে স্বাস্থ্য বিভাগ। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের গত হার বুধবার সংক্রমনের হার প্রায় ১৩.০২% এ দাঁড়িয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে মাট ৮২ জনের। এখনও জেলার করোনা পরিস্থিতি পুরো নিয়ন্ত্রনে আসেনি।
সটিকভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান সিভিল সার্জনের। বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলার করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
আজ বুধবার দুপুরে জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকাল পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪৩০টি নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ৫৬ জনের। এর মধ্যে ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষায় ৩২জনের পজেটিভ রেজাল্ট এসেছে। র‌্যাপিড টেস্টে এসেছে ২৯৬টি তে ২৩জন পজেটিভ। জিনেক্স টেস্টে ১ জনে ১ জন পজেটিভ রেজাল্ট আসে।
চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৭৩জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৫ জন। প্রাণহানি ঘটেছে ৮২ জনের। জেলায় মোট করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা ১১৭৬-জন। সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে সোমবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭২ জন।
জেলায় বর্তমানে সংক্রমনের হার প্রায় ১৩.০২%। জেলার মানুষের মৃত্যু হার বেশী। তিনি বলেন, করোনা সংক্রমনের হার উঠা-নামা করাটা আশংকার বিষয় নয়, মুল বিষয় হচ্ছে মাক্স পরা। শতভাগ মাস্ক পরাই হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। জেলায় করোনা সনাক্তের হার কমেছে। সংক্রমনের হার নি¤œমুখি হলেও এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে।
জেলার মানুষ যদি সচেতন হয়ে সঠিকভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে জেলার করোনা সংক্রমন নিয়ন্ত্রণে আসবে বলেও জানান সিভিল সার্জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.