চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ অন্যরা।

পরে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

র‌্যালিতে জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করে। এছাড়া, দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করে।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এজন্যই স্বাধীন বাঙালি জাতির জন্য দিবসটি স্মরনীয়।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু#

Comments are closed, but trackbacks and pingbacks are open.