চাঁপাইনবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে রেলওয়ে বস্তি, ঢাকা বাসস্টান্ড, মহানন্দা বাসস্টান্ডসহ রেলের জমিতে বিভিন্ন দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কমিশনার (সদর) ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন, রেলওয়ে রাজশাহীর কানুনগো মোঃ মহসিন আলী, সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সালামসহ থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ।
উচ্ছেদ অভিযানে লাল বোডিং এর আংশিকসহ ২৩টি অবৈধ স্থাপনা বুলডোজার নিয়ে গুড়িয়ে দেয়া হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। কানুনগো মহসিন আলী জানান, প্রায় ২’শটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ মর্মে স্থাপনাগুলোতে লাল ক্রসিং চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.