চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান-চাল মজুদের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান চাল মজুদের দায়ে ৩ মিল মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের আতাহার ও জামতলা এলাকার ৩টি মিলে অভিযান পরিচালনা করেন তারা।
জানা গেছে, গ্রামিন এগ্রো সিদ্ধ চাল ইউনিটেকে ১ লাখ ২০ হাজার, গ্রামিন এগ্রো আতব চাল ইউনিট-২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ দুটো প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীর নাম আমিনুল ইসলাম মাহিদুর।
এ ছাড়াও রেজা এ্যান্ড রাইস মিলের মালিক বাদশাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, এস এম আশিস মোমতাজ মিঠুন মিত্র।
জেলা খাদ্য নিয়তন্ত্রক কর্মকর্তা মাহমুদুর হাসান বলেন, ধান মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ মিল মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মজুদ করা অতিরিক্ত ধান-চালগুলো ৩ দিনের মধ্যে নায্য মূল্যে বাজারজাত করতে নির্দেশ দেয়া হয়েছে। ধান-চাল মজুদ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়তন্ত্রক কর্মকর্তা মাহমুদুর হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.