চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দূর্গম চরে বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দূর্গম চরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র উদ্যোগে ব্যাটালিয়নের জহুরপুর সীমান্ত চৌকির আওতাধীন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন হয়েছে।
রবিবার সকাল থেকে থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই ক্যাম্পে আধুনিক চিকিৎসা সুবিধা বঞ্চিত সীমান্তবাসী নয়রশিহাট গ্রামের ১৮৫ জন বিভিন্ন বয়সী দূঃস্থ ও দরিদ্র নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করে তাঁদের মধ্যে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহেদ আহমেদ জানান, চিকিৎসা কার্যক্রমে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. ফুয়াদ কবিরের নেতৃত্বে বাখেরআলী কোম্পানী কমান্ডার আইন উদ্দিন ও বিজিবি’র বিভিন্ন পদ মর্যাদার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবি ভবিষ্যতেও সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীদের জন্য এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.