চাঁপাইনবাবগঞ্জের বাচ্চু ডাক্তার ‘একুশে পদক’ প্রাপ্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা, তৎকালিন গণপরিষদ সদস্য চাঁপাইনবাবগঞ্জের আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার ‘একুশে পদক’ (মরোনোত্তর) প্রাপ্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে অবস্থিত অস্থায়ী মুজিব মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন মেসবাহুল জাকের জঙ্গী। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার), নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ার খাতুন , নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলী, মেসবাহুল সাকের জ্যোতি, এ্যাড. ড. মো. তসিকুল ইসলাম, এ্যাড. আবু রজন।

উপস্থিত ছিলেন, আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার পরিবারের সদস্যগণ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল, জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.