চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জি.আই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জি.আই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেলা শিবগঞ্জে।
ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে আজ সোমবার সকালে শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে জিআই পন্য হিসেবে স্বীকৃতির পাশাপাশি আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপণ্য হিসেবে ঘোষনা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণেরও দাবী জানানো হয়।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। মানবন্ধনে বিভিন্ন দাবী তুলে ধরে আরও বক্তব্য রাখেন, ম্যাংগো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সদস্য সচিব সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষিপন্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুনজের আলমসহ অন্যরা।
এসময় আমচাষীসহ বিভিন্ন স্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। পরে জেলা প্রশাসককে ম্যাংগ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বীকৃতি পূনঃবিবেচনার জন্য একটি আবেদন দেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.