চাঁপাইনবাবগঞ্জের ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল’ এ পিঠা উৎসব

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব হয়েছে। শনিবার ও রবিবার দুদিন ব্যাপী পিঠা উৎসবের শেষ দিনে প্রতিষ্ঠান চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের মেলা বসে। মেলায় ১০টি স্টলে বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলি নিয়ে স্টল বসে।
রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক তুফান।
বিশেষ অতিথি ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক খাইরুন নেশা ও স্কুলের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা মামুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক নওরোজ খাতুন।
এসময় স্কুলের ২২জন শিক্ষক, ৩ শতাধিক অভিভাবক ও ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আনন্দঘন পরিবেশে নেচে গেয়ে মেলার পিঠা উৎসবে উল্লাস করেন শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এসময় উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম, ফারজানা তামান্না নওরোজ, লাইলাতুন নুর(লিমা), মোসাঃ শুকতারা, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোসাঃ সালমা খাতুন, প্রিসিলি পাপড়ি গাইন, হায়দার, নাশিমা, আজিমা রহমান, আব্দুল্লাহিল কাফি, সাদিকুল, উম্মে রায়হান, রাশিদুল, মুক্তি, ফুলেরা বেগম, হিসাব রক্ষক গুলে জান্নাত লুমা, কম্পিউটার অপারেটর আলী ইমাম(রনি), আয়া মোসাঃ মাহিনুর ও মঞ্জুরা, টেকনিশিয়ান বাদশাহ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
২০১৪ সালে প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.