চরতারাপুরে স্কুল নিয়ে বিরোধের জেরে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি: পাবনা সদরের চরতারাপুরে স্কুল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মাহাতাব উদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন।
রায়ে ৯ জনকে এ মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চরতারাপুরের দিঘী গোহাইল বাড়ি এলাকার মন্টু প্রামাণিক, সাহেব মোল্লা ও নওজেস প্রামাণিক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিঘী গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিহত মাহাতাব গংদের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের বিরোধ চলছিল। বিরোধের জেরে ২০০৮ সালের ১৬ মার্চ সকাল ১১টায় ততকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিরোধ মিমাংসার জন্য স্কুলে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত মাহাতাব উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে খালাস দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর দেওয়ান মজনুল হক এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী সনৎ কুমার সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.