চন্দ্রবাসে লিচু চুরি করতে গিয়ে মালিরকে হাতে ধরা : রক্তাক্ত জখম লিচু চোর

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাসে দিনেদুপুরে লিচু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন নাহিদ (২৩) নামে এক লিচু চোর। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চন্দ্রবাস ভৈরব পাড়ার আব্দুল কুদ্দুসের উত্তর পাড়ার মাঠের লিচু বাগানে লিটু চুরি করার সময় চোর নাহিদকে ধরে ফেলে।
এসময় উভয়ে মধ্যে ধস্তাধস্তি হলে বাগান মালিকের হাতে থাকা ধারালো দায়ের আঘাতে চোর নাহিদ রক্তাক্ত জখম হয়।
বাগান মালিক আব্দুল কুদ্দুস বিটিসি নিউজকে বলেন, বেশ কিছুদিন ধরে খেয়াল করতে ছিলাম বাগান থেকে কেউ লিচু চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু ধরতে পারিনা।
গতকাল বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে আমি ওৎ পেতে থাকি চোর ধরার জন্য। ২০ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বস্তা সাথে নিয়ে গাছে উঠছে গ্রামের আবু সিদ্দিকের ছেলে নাহিদ। এসময় তাকে হাতে নাতে ধরে ফেলি।
এদিকে নাহিদের পিতা আবু সিদ্দিক বিটিসি নিউজকে জানিয়েছেন আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর সহ রক্তাক্ত জখম করেছে। এ বিষয়ে নাহিদের পিতা দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.