চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ডিসিজিআই

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের করোনা সংক্রান্ত এক বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে ৫ বছরের ঊর্ধ্বদেরও টিকাকরণের আওতায় আনা হবে। এই মর্মে ইতিমধ্যেই ডিসিজিআই হায়দ্রাবাদের বায়োলজিক্যাল-ই-র তৈরি করবিভ্যাক্সকে ছাড়পত্র দিতে সুপারিশ করেছে।
মূলত চতুর্থ ঢেউয়ের শঙ্কা থেকেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত বলে খবর ওয়াকিবহল মহলের।
কারণ ইতিমধ্যেই ভারতের কয়েকটি রাজ্য ও বিদেশে আবার নতুন মিউটেড প্রজাতির ভাইরাসের আক্রমণের খোঁজ পাওয়া গেছে। পর্যবেক্ষকদের মতে নতুন এই ভ্যারিয়েন্ট খুবই দ্রুত সংক্রমিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত এর প্রভাব মৃদুই লক্ষ করা গেছে,তবুও কোনরকমের অযাচিত ঝুঁকি নিতে নিষেধ করা হয়েছে সর্বস্তরে।
দেশে ইতিমধ্যেই ১২বছরের ঊর্ধ্বদের টিকাকরণ চলছে দ্রুততার সাথে।কেন্দ্র এক নির্দেশিকায় কয়েকদিন আগে জানিয়েছে কোনরকমের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না নিতে রাজ্য গুলোকে বলেছে। দরকারে আবার বিধিনিষেধ জারি করা হোক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.