ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ড্রেজার ডুবি: আরও ৩ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো: মিরসরাইয়ের সাগরে সিত্রাংয়ে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি লাশ উদ্ধার করেছে। তবে তাদের শরীর ফুলে গেছে। এ নিয়ে ৪ জনের লাশ উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া লাশগুলো হলো, পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিছ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে জাহিদ বারি। এর আগে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া লাশটি ছিলো একই এলাকার ফকির বাড়ির ফকির রহমানের ছেলে আল আমিন ফকির (২৯)।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিটিসি নিউজকে বলেন, মঙ্গলবার রাতে এক জনের লাশ উদ্ধারের পর রাত ১২টার উদ্ধার সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ বুধবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ইতোমধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজ হওয়া আট শ্রমিক হলেন, সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আব্দুর রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিছ মোল্লার দুই ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, ইউসুফ হাওলাদারের ছেলে মো. বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে আলম সর্দার, সেকান্দার বারির ছেলে জাহিদ বারি এবং ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকির।
সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩নং চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিলো। ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে ড্রেজারটি ডুবে এ ঘটনা ঘটে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.